ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যদি হামাস অস্ত্র সমর্পণ করে, তাহলে গাজায় চলমান যুদ্ধ আজই কিংবা আগামীকালই শেষ হয়ে যেতে পারে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, কয়েক দিনের মধ্যেই হামাসের সঙ্গে একটি জিম্মি বিনিময়ের চুক্তি সম্পন্ন হতে পারে।
টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার আগে মার্কিন সংবাদমাধ্যম নিউজম্যাক্স টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন নেতানিয়াহু।
সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, "আমি বিশ্বাস করি, আমরা কয়েক দিনের মধ্যেই একটি সমঝোতায় পৌঁছাতে পারব। সম্ভাব্য এই চুক্তির আওতায় ৬০ দিনের জন্য যুদ্ধবিরতির সুযোগ তৈরি হতে পারে। প্রথম ধাপে জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং পরবর্তীতে দীর্ঘমেয়াদি শান্তি আলোচনার ভিত্তি স্থাপন করা সম্ভব হবে।"
তিনি আরও বলেন, "এই যুদ্ধ আজই শেষ হতে পারে, এমনকি আগামীকালও—শুধু যদি হামাস তাদের অস্ত্র ফেলে দেয়। আমাদের লক্ষ্য কোনোভাবেই অযৌক্তিক নয়। আমরা হামাসকে পরাজিত করতে এবং জিম্মিদের ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।"
নেতানিয়াহু অভিযোগ করেন, হামাস তাদের নিজস্ব জনগণকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে এবং বেসামরিক নাগরিকদের গাজা থেকে পালাতে দিচ্ছে না। তিনি বলেন, "যারা পালাতে চায়, তাদের গুলি করে হত্যা করা হচ্ছে। হামাস ইচ্ছাকৃতভাবে ইসরায়েলের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে, যেন আন্তর্জাতিক গণমাধ্যমে দেখা যায় যে ইসরায়েল বেসামরিক মানুষ হত্যা করছে। কিন্তু বাস্তবতা হলো, হামাস নিজের জনগণকেই হত্যা করছে। তারা এক ধরনের দানব।"
সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করার প্রসঙ্গও উঠে আসে। নেতানিয়াহু বলেন, "ট্রাম্পের সঙ্গে কাজ করাটা ছিল অসাধারণ এক অভিজ্ঞতা। আমাদের একটি সাধারণ দৃষ্টিভঙ্গি ছিল—শক্তির মাধ্যমে শান্তি অর্জন। আগে শক্তি, তারপর শান্তি।"
ইসরায়েল ও হামাসের মধ্যকার চলমান সংঘাতে এ পর্যন্ত হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক মহল শান্তি প্রতিষ্ঠার জন্য নানা উদ্যোগ নেওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত সমাধান অনিশ্চিত। তবে নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্য এই সংঘাতে একটি নতুন মোড় আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।