মোদিকে ফোন নেতানিয়াহুর

আরিফুল ইসলাম , প্রকাশ:14 জুন 2025, 02:40 দুপুর
news-banner

ইরান-ইসরায়েল উত্তেজনার মাঝেই সরাসরি কথা বলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার রাতের এই ফোনালাপে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও শান্তির বার্তা দিয়েছেন মোদি। কূটনৈতিক সূত্র বলছে, শুধু সম্পর্ক রক্ষা নয়—এই বার্তায় ভারতের ভূরাজনৈতিক অবস্থানও স্পষ্ট করেছেন তিনি।

শনিবার ( ১৪ জুন) এক্সে (পূর্বে টুইটার) দেওয়া পোস্টে মোদি বলেন, “আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। আমি শান্তি ও স্থিতিশীলতার ওপর জোর দিয়েছি।” পোস্টের ভাষ্য থেকে স্পষ্ট, ভারত মধ্যপ্রাচ্যে উত্তেজনা নয়, বরং উত্তরণ চায়।

এই ফোনালাপ এমন এক সময়েই হয়েছে, যখন ইসরায়েল একাধিক ইরানি পরমাণু ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ইতোমধ্যেই ৬ জন ইরানি বিজ্ঞানী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। এমন পরিস্থিতিতে মোদির এই তৎপরতা অনেকেই দেখছেন কৌশলগত ভারসাম্যের অংশ হিসেবে।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, নেতানিয়াহু ইতোমধ্যে জার্মান চ্যান্সেলর ও ফরাসি প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলেছেন। আলোচনার ফোকাস—মধ্যপ্রাচ্যের দ্রুত নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক সমর্থন সুরক্ষা।

বিশ্লেষকরা বলছেন, ভারত ইসরায়েল ও ইরান—দুই দেশের সঙ্গেই গভীর বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক বজায় রাখে। এমন পরিস্থিতিতে মোদির এই বিবৃতি ভারতের ‘স্ট্র্যাটেজিক অটোনমি’ বা কৌশলগত স্বাধীনতারই প্রতিফলন।

মুল্যবান মন্তব্য করুন