ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে শুক্রবার ভোরে একাধিক হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে ছয়জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম।
ইরানের বার্তাসংস্থা তাসনিম নিহত ছয়জন বিজ্ঞানীর নাম প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছেন ইরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেদুন আব্বাসি।
এছাড়াও আব্দুলহামিদ মিনুচেহর, আহমেদরেজা জোলফাগারি, সাইয়্যেদ আমিরহোসেইন ফাকি, মোতলাবিজাদেহ হামলায় নিহত হয়েছেন।
শুক্রবারের হামলায় ইরানজুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইসরাইল। যার মধ্যে রয়েছে তেহরানের আবাসিক ভবন ও ইরানের কেন্দ্রস্থলে অবস্থিত গুরুত্বপূর্ণ পরমাণু সমৃদ্ধকরণ স্থাপনা।
এছাড়া, ইসরাইলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান হোসেইন সালামি ও সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন।