তেহরান রক্তাক্ত, সৌদি আরবের নিন্দা

আরিফুল ইসলাম , প্রকাশ:13 জুন 2025, 04:42 দুপুর
news-banner

বর্তমানে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ওপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলাকে "আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন" হিসেবে আখ্যায়িত করেছে।

মন্ত্রণালয় তাদের বিবৃতিতে আরও উল্লেখ করেছে যে, সৌদি সরকার এই "জঘন্য হামলার" নিন্দা জানাচ্ছে এবং একই সাথে আন্তর্জাতিক সম্প্রদায় ও নিরাপত্তা পরিষদের প্রতি এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করার জন্য "বিশাল দায়িত্ব" রয়েছে বলে জোর দিয়েছে।

এই বিবৃতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে।

মুল্যবান মন্তব্য করুন