ভারতের বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে।
গুজরাটের রাজধানী আহমেদাবাদে এই দুর্ঘটনা ঘটেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এয়ার ইন্ডিয়ার ভেরিফায়েড আইডি থেকে এক পোস্টে বলা হয়েছে, আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে যাওয়ার কথা ছিল বিমানটির।
ভারতের বেসামরিক বিমান পরিবহন অধিদপ্তরের প্রধান ফয়েজ আহমেদ কিদওয়াই, এসোসিয়েটেডে প্রেসকে জানিয়েছেন, উড়োজাহাজটিতে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিলেন।
এর ফ্লাইট নাম্বার ছিল এআই ১৭১। উড়োযানটি একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। যার ধারণক্ষমতা ২৫৬ জন।
উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিমান চলাচল পর্যবেক্ষণ সংক্রান্ত ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য, রানওয়ে থেকে ওঠার কয়েক সেকেন্ডের মধ্যে ৬২৫ ফিট উচ্চতায় বিমানের সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যায়।
বিধ্বস্ত হয়ে বিমানবন্দরের বাইরের দিকে পড়ে বিমানটি।
আহমেদাবাদের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, অগ্নি নির্বাপক যানবাহন ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।
আহমেদাবাদ বিমানবন্দরের টার্মিনাল -এক এর ব্যবস্থাপক বিবিসি হিন্দিকে বলেছেন, বিমানবন্দরের বাইরে থেকে ধোঁয়া দেখতে পান তারা। তার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় সবাই।
কয়েকটি ছবিতে, বিমানটিতে আগুন ও ধোঁয়া দেখা গেছে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
ভারতের বিমান পরিবহনমন্ত্রী কিনজারাপু রাম মোহন নাইডু সংবাদমাধ্যমকে বলেছেন, "আমরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছি। উদ্ধারকারী দল ঘটনাস্থলে যাচ্ছে।"
ছবির ক্যাপশান,স্থানীয়দের ধারণ করা ভিডিওতে বিমানবন্দরের বাইরে কালো ধোঁয়ার বিশাল কুন্ডলী দেখা গেছে।বিধ্বস্ত বিমানটিতে থাকা যাত্রীদের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। বিমানটিতে ১৬৯ ভারতীয়, ৫৩ জন যুক্তরাজ্যের নাগরিক, একজন কানাডা ও সাত জন পর্তুগালের নাগরিক ছিলেন বলে জানিয়েছে বিমান পরিবহন সংস্থাটি।
অন্যদিকে বিমানটির পাইলটদের তথ্য প্রকাশ করেছে ভারতের বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ।
ডিজিসিএকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে যে, বিমানটির পাইলট "ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল একজন এলটিসি ছিলেন। তার ৮২০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। কো-পাইলটের ১১০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল।
এলটিসির অর্থ হল লাইন ট্রেনিং ক্যাপ্টেন, অর্থাৎ তিনি অন্য পাইলটদের প্রশিক্ষণ দিতেন।

ছবির উৎস,AP
ছবির ক্যাপশান,বিমানের ধ্বংসাবশেষঘটনাস্থল থেকে বিবিসির সংবাদদাতা রক্সি গাড্ডেকার জানাচ্ছেন যে, তার চারদিকে প্রত্যেকটি মানুষ দৌড়োদৌড়ি করছেন – যাতে যত বেশি সম্ভব মানুষকে উদ্ধার করা যায়।
তিনি বলছেন, "যে জায়গাটায় উদ্ধার তৎপরতা চলছে, সেটি বিমানবন্দরের খুব কাছে। চারদিকে শুধুই অ্যাম্বুলেন্সের সাইরেন বাজছে। সব রাস্তা বন্ধ।"
অগ্নি নির্বাপক দলের কর্মীরা এখনও কিছু জায়গায় আগুন নেভানোর চেষ্টা করছেন।
প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে বলছেন, তারা হঠাৎই ভীষণ জোরে আওয়াজ পান, আর কালো ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান।
মৃতদেহগুলো এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
তবে কতজনের মৃত্যু হয়েছে, তা নিয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি এখনও আসে নি।

ছবির উৎস,BBC/TEJAS VAIDYA
ছবির ক্যাপশান,বিমানটির ধ্বংসাবশেষদুর্ঘটনার আগে বিপদসংকেত পাঠিয়েছিলেন বিধ্বস্ত বিমানটির পাইলট।
আহমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি জানিয়েছে, বিমানটি আহমেদাবাদ থেকে স্থানীয় সময় একটা ৩৯ মিনিটে আকাশে ওড়ে।
বিমানটির পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল বিমান থেকে বিপদ বার্তা দিয়েছিলেন, কিন্তু তারপরে এটিসির ডাকে কোনো সাড়া পাওয়া যায় নি।
আহমেদাবাদের একজন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানটি ডাক্তারদের একটি হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ, দমকল কর্মী এবং অন্যান্য সংস্থার কর্মীরা অল্পক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে যান। উদ্ধারতৎপরতা চলমান রয়েছে বলে জানান তিনি।