ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

আরিফুল ইসলাম , প্রকাশ:30 এপ্রিল 2025, 09:41 রাত
news-banner
পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল-জারওয়ান জানিয়েছেন, (আধুনিক যন্ত্রের মাধ্যমে) আগামী ২৭ মে সকালেই জিলহজের চাঁদ দেখা যাবে। যদি বিষয়টি নিশ্চিত হয় তাহলে ২৮ মে জিলহজের প্রথম এবং ৬ জুন (শুক্রবার) হবে ঈদুল আজহার দিন। আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম টাইমআউট দুবাইয়ের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণের জন্য ইসলামিক দেশগুলোর চাঁদ দেখা কমিটি জিলকদ মাসের ২৯তম দিনে বৈঠকে বসবে। এদিন সন্ধ্যায় পূর্বগগনে জিলহজের চাঁদের সন্ধান করবে সৌদির চাঁদ দেখা কমিটিও। এই মাসটির দশম দিনে পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহা পালন করেন বিশ্বের মুসল্লিরা।

আরব আমিরাতে ইতিমধ্যে ৫ জুনকে আরাফাতের দিন হিসাব করে ছুটি মঞ্জুর করেছে দেশটির মন্ত্রিসভা। অপরদিকে ৬ থেকে ৮ জুন পর্যন্ত দেওয়া হয়েছে ঈদের ছুটি।

ঈদুল আজহা উদযাপনের মধ্যে দিয়ে সৌদিতে শেষ হয় হজ। প্রতিবছর বিশ্বের সব দেশ থেকে লাখ লাখ মুসল্লি হজ করতে মক্কায় সমবেত হন।

মুল্যবান মন্তব্য করুন