জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক যুগ পর ভর্তি পরীক্ষা, কেন্দ্র পরিদর্শনে ভিসি

আরিফুল ইসলাম , প্রকাশ:31 মে 2025, 10:06 রাত
news-banner
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা শনিবার(৩১ মে) সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে। ১৩৭টি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৫লাখ ৬০হাজার ৫৯৫ জন শিক্ষার্থী—যার মধ্যে মানবিক শাখায় ২ লাখ ৭৪ হাজার ৭১৮ জন, বাণিজ্য শাখায় ১লাখ ১৭ হাজার ৩৬ জন এবং বিজ্ঞান শাখায় ১ লাখ ৬৮ হাজার ৮৪১ জন।

এই বৃহৎ ভর্তি কার্যক্রমকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ আজ সকালে রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

লালমাটিয়া সরকারি মহিলা কলেজে পরিদর্শনকালে তিনি বলেন, “প্রায় এক যুগ পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারও ভর্তি পরীক্ষা চালু করতে পেরে আমরা আনন্দিত। এই পরীক্ষা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বলে আমরা বিশ্বাস করি। সকল প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন হয়েছে, আশা করি দেশের সাড়ে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

পরিদর্শনকালে ভিসি পরীক্ষার প্রস্তুতি, নিরাপত্তা ও পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধা সরেজমিনে খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ, পরীক্ষা কমিটির সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিরে ভর্তি পরীক্ষার নিয়ন্ত্রণ সেল থেকে অনলাইনে সারা দেশের পরীক্ষা কার্যক্রম পর্যেবক্ষণ করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম,মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজিম আখন্দ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর মোঃ লুৎফর রহমান ও প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, বিভিন্ন অনুষদের ভারপ্রাপ্ত ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক ও ভর্তি পরীক্ষার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

পরীক্ষা সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য ভিসি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মুল্যবান মন্তব্য করুন