শহীদ পরিবাররা নতুন বাংলাদেশে কোন চাঁদাবাজি সংস্কৃতি দেখতে চায়নি: খুলনায় এনসিপি

, প্রকাশ:12 জুলাই 2025, 04:10 দুপুর
news-banner
বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রা খুলনায় অনুষ্ঠিত হয়েছে। নগরীর শিববাড়ী মোড়ে পদযাত্রা শেষে শুক্রবার সন্ধ্যায় পথসভা অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে পথযাত্রায় জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীরা অংশগ্রহন করেন। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পরে আমরা বলে ছিলাম, এই ফ্যাসিবাদি ব্যবস্থা,যে ব্যবস্থা মাফিয়া তৈরী করে, যে ব্যবস্থা দূর্নীতিবাজদের পশ্রয় দেয়, যে ব্যবস্থা সন্ত্রাসীদের তৈরী করে, যে ব্যাবস্থা জনগনের বিরুদ্ধে দাঁড়ায়, যে ব্যবস্থা পুলিশ বাহিনীকে খুনী বাহিনীতে রূপান্তর করে সেই ব্যবস্থার বিলোপ ঘটাতে হবে। সেই ব্যবস্থার পতন ঘটিয়ে আমাদের নতুন গণতান্ত্রিক ব্যবস্থা তৈরী করতে হবে। কিন্তু নানা পক্ষ যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে থাকলেও। নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলনে তারা আমাদের সাথে নাই। তারা পুরনো বন্দোবস্তের পক্ষে রয়েছে। পুরনো বন্দোবস্ত রক্ষায় তারা সবকিছু করে যাচ্ছে। আমাদেরকে আবারও প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে আবারও মাঠে নামতে হবে। বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হবে।
তিনি আরো বলেন, শহীদ পরিবাররা নতুন বাংলাদেশে কোন চাঁদাবাজি সংস্কৃতি দেখতে চায়নি। এই শহীদেরা সন্ত্রাসীদের জন্য চাঁদাবাজির অভয়ারণ্যেও জন্য জীবন দেয়নি। আমরা বলেছিলাম আমরা নতুন স্বাধীনতা দিয়েছি, দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আর তারা ভেবেছিলো তারা লুটপাটের স্বাধীনতা পেয়েছে। চাঁদাবাজির স্বাধীনতা পেয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগন যেমন রাস্তায় নেমে এসেছিলো। তেমনি আমাদের সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রাস্তায় নামতে হবে। আপনারা প্রস্তুত হন। আগামী ৩রা আগষ্ট ঢাকায় সব কিছুর জবাব দেওয়া হবে।
নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশকে এমনভাবে তৈরী করতে হবে, একজন রিক্সা ওয়ালা, একজন সচিব সকলের সম্মান হবে সমান। বাংলাদেশের মানুষকে ধর্মীয়ভাবে বিভক্ত করার চেষ্টা করা হয়। কিন্তু এ বারের আন্দোলনের আমাদের মুসলিম ভাইরা যেমন জীবন দিয়েছে তেমনি হিন্দু ভাইয়য়েরাও জিবন দিয়েছেন। ধর্মের বিভাজন তৈরী করে বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া যাবে না। আমাদের নেতা নাহিদ ইসলাম নতুন বন্দোবস্তের কথা বলেছেন। নতুন বন্দোবস্ত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেরে যাবো না।
তিনি আরো বলেন, ১৪, ১৮,২৪ এর নির্বাচনে গণতন্ত্র রক্ষা হয়নি। সংস্কারবিহীন নির্বাচন করে বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করা যাবে না। তাই আগে সংস্কার করতে হবে তারপর নির্বাচন।
নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, যদি আপনি ৮০ বছরের দৃষ্টিতে বাংলাদেশকে তিনি বিএনপি নেতৃবৃন্দদের বিনয়ের সাথে আহ্বান জানিয়ে তরুন প্রজন্মকে বুঝার আহ্বান জানান। তিনি বলেন, আওয়ামী লীগের পতন হয়েছে কারন তারা আমাদের বুঝে নাই। জেনজিকে বুঝে নাই। তিনি আরো বলেন, আমাদের জন্য কারোর দরজা খোলার দরকার নাই। আমরা দরজা খুলে ভারত থেকে জেল থেকে অনেককে বের কওে নিয়ে আসছি। আমাদেও জন্য কোন দরজা খোলার দরকার নাই।
তিনি আরো বলেন, বর্তমান নির্বাচন কমিশন নুরুল হুদা, রকিব সাহেবদের কথা ভুলে যাচ্ছেন। তারা এখন লন্ডনের সিদ্ধান্তে সিদ্ধান্ত নেয়। এ অবস্থা চলতে দেওয়া যাবে না।
এ সময় আরো বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী, যুগ্ম আহবায়ক নুসরাত তাবাসসুম, তানজিল মাহমুদ, ফরিদুল হক, মোল্লা রহমতুল্লাহ, মেজবাহ কামাল মুন্না প্রমুখ। পথসভা সঞ্চালনা করেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এছাড়াও উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে, বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করেন। এবং সংস্কার ছারা কোন নির্বাচন হবে না বলে হুশিয়ারি দেন। আগামী ৩ আগস্ট চাঁদাবাজি, সন্ত্রাসীর বিরুদ্ধে নতুন বন্দোবস্তের দাবিতে সকলকে ঢাকায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান।

মুল্যবান মন্তব্য করুন