চট্টগ্রামে তিনজনের করোনা শনাক্ত

, প্রকাশ:10 জুন 2025, 06:59 বিকাল
news-banner

ঢাকার পর চট্টগ্রামে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, আজ মঙ্গলবার চট্টগ্রামে তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে একজন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে, আর দুইজন মা ও শিশু হাসপাতালে শনাক্ত হয়েছেন।

করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদপ্তর মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলাসহ বিভিন্ন পরামর্শ দিচ্ছে। করোনা মোকাবিলায় নতুন প্রস্তুতি নেওয়া হচ্ছে, আইসোলেশন হাসপাতাল নির্ধারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চট্টগ্রামে এটি চলতি বছর প্রথম করোনা রোগী শনাক্তের ঘটনা। সরকারি ল্যাবে করোনা শনাক্তের কিটের সংকট রয়েছে; কিট সরবরাহ শিগগির আসার আশ্বাস দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার নতুন ধরন এনবি ১.৮.১, যার সংক্রমণের হার বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত ২৩ মে বিষয়টি নিশ্চিত করেছে।

মুল্যবান মন্তব্য করুন