আনিস-সালমান-নুরু রিমান্ডে, আমু-ইনু-মেননসহ ৯ জন নতুন মামলায় গ্রেপ্তার

, প্রকাশ:28 মে 2025, 08:08 রাত
news-banner
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ও নুরু মিয়াকে ধানমন্ডি থানার রিয়াজ নামের এক যুবক হত্যা মামলায় দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।  

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই'র পরিদর্শক মুহাম্মদ কামরুজ্জামান সিকদার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার ধানমন্ডিতে রিয়াজ নামে এক যুবককে হত্যার মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক,  নুরু মিয়া এবং সোহানুর রহমান আজাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননসহ ৯ জনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (২৮ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এ আদেশ দেন।

গ্রেপ্তার দেখানো অন্য আসামিরা হলেন, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য (এমপি) মনিরুল ইসলাম মনু, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার টুসী।

মুল্যবান মন্তব্য করুন